1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমপি নদভীর অংশগ্রহণে শেষ হল বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের দ্বি-বার্ষিক সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান  *জরুরী রক্ত প্রয়োজন*রক্তের গ্রুপ: AB+ (এবি পজেটিভ) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ কক্সবাজারে সাংবাদিকদের উপর আ’লীগ-ছাত্রলীগের হামলা সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে দোহাজারীতে বিক্ষোভ মিছিল  এমএসআর’র ১ কোটি ২৬ লক্ষ টাকা লুটপাট সমস্যায় জর্জরিত চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স-অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন নবীনগরে কুতুবিয়া দরবার শরীফে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

এমপি নদভীর অংশগ্রহণে শেষ হল বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের দ্বি-বার্ষিক সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১৩৪ বার

প্রেস বিজ্ঞপ্তিঃ
‘হযরত শাহ মাওলানা মীর মোহাম্মদ আখতরের উত্তরাধিকারীদের প্রজ্ঞা, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও যোগ্য পরিচালনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠ ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বায়তুশ শরফ স্বীকৃতি পেয়েছে। অরাজনৈতিক, মানবসেবামূলক, তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আন‍জুমানে ইত্তেহাদের মাধ্যমে বায়তুশ শরফ আজ দেশের মুসলিম জনতার প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক আত্মিক।’

শনিবার (১১ জুলাই) বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের দ্বি বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের (চট্টগ্রাম-১৫) সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়ার কেন্দ্রীয় বায়তুশ মসজিদে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নদভী বলেন, ‘বায়তুশ শরফের প্রাণ-প্রতিষ্ঠাতা কুতুবুল আলম, হযরত শাহ মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহঃ) ১৯৫২ সালে আন‍জুমানে ইত্তেহাদ নামের যে অরাজনৈতিক, মানবসেবামূলক, তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তাঁর উত্তরাধিকারীদের অসাধারণ প্রজ্ঞা, অতুলনীয় কর্মশক্তি, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও চারিত্রিক মাধুর্যতা ও যোগ্য পরিচালনায় আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠ ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।’

বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের দ্বি বার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করেন সংগঠনটির সহ সভাপতি ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আহসান উল্লাহ বলেন, ‘আনজুমনে ইত্তেহাদের সঙ্গে সম্পৃক্তদের হৃদয় হয়ে যায় কলুষতামুক্ত। তারা নিজেদের উৎসর্গ করে মানবকল্যাণে। এটিই বায়তুশ শরফের শিক্ষা। পর পর তিনজন মহান আধ্যাত্মিক সাধকের চির বিদায়ের পর ভক্তরা এখন কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে বর্তমান পীর সাহেব আল্লামা আব্দুল হাই নদভীর নেতৃত্বে কাজ করে যাবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী।

এছাড়া বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আনজুমানের সহ সভাপতি, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ মিয়া। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শহীদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. আল্লামা আবু নোমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আবুল হায়াত মোহাম্মদ তারেক, মারছা গ্রুপের চেয়ারম্যান মোর্তুজা ছিদ্দিক, মাওলানা ছালাহুদ্দিন মোহাম্মদ বেলাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক দ্বীন-দুনিয়া সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে আনজুমানে ইত্তেহাদের কেন্দ্রীয়, শাখা কমিটি এবং মজলিসুল উলামার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম