কে এম ইউসুফ : করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তাঁর নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। এছাড়া তাঁর শারিরীক অবস্থা উন্নতি হয়। শনিবার (৫ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।
এর আগে গত ২৬ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। উনাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিলো। তিনি অসুস্থ হওয়ার পর থেকে দেশ বিদেশে অবস্থিত তাঁর ভক্ত-অনুরাগী, উত্তর জেলার অধীন প্রতিটি উপজেলা শাখা সংগঠন এবং এম এ সালামের নিজ এলাকা হাটহাজারী উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এমনকি মসজিদে মসজিদে তাঁর সুস্থতার জন্য খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ যুবলীগের সাধারন সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন- করোনা রিপোর্ট নেগেটিভ এবং অন্যান্য শারিরিক অবস্থা পূর্বের চেয়ে উন্নত হওয়ায় আমাদের নেতা এম এ সালাম সাহেব শনিবার রাত সাড়ে ১০ টায় হাসপাতাল ছেড়ে বাসায় পৌছেন’