আফজাল হোসাইন মিয়াজী,
নাঙ্গলকোট, কুমিল্লাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃহষ্পতিবার উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব জহুরা খাতুন সেলি, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারি কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক, মানবাধিকার ও সমাজকর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা কেফায়েত উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা ফরেস্টার মোয়াজ্জেম হোসেন খন্দকার প্রমুখ।