বিনোদন ডেক্স:
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়, থিয়েটারে নিয়মিত এবং সদ্য শেষ হওয়া এনটিভি হা-শো সিজন ৫ এর ফাইনালিস্ট হয়ে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন মাসউদ ।
এবার তিনি দর্শকদের সামনে আসছেন অন্যরকম এক চমক নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায়।
এই ঈদে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে একমাত্র বিশেষ টেলিফিল্ম “সত্য সুন্দর ”
এর মূল চরিত্রে অভিনয় করেছেন মাসউদ আহমেদ।
বাস্তবধর্মী ও বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে এন. নাহারের রচনায় এটি পরিচালনা করেন কবীর বাবু।
বিভিন্ন চরিত্রে রুপদান করেন মাসউদ আহমেদ,মিলা নোভা,ইরফান রনি,সুজিত চক্রবর্তী, কুদ্দুস মাখন ও রুবেল চৌধুরী।
এরমধ্য টেলিফিল্মের প্রমো টেলিভিশনে প্রচার হচ্ছে।
মাসউদ বলেন, ‘এই প্রথম আমি কোন টেলিফিল্মের মূল চরিত্রে অভিনয় করেছি, এর অনুভূতি বলে বুঝাতে পারব না। তা ও ঈদে যাচ্ছে এরচেয়ে আনন্দ আর কি হতে পারে। সবাইকে কাজটি দেখার বিশেষ অনুরোধ করছি। ইনশাল্লাহ, দর্শকের ভালোবাসা পেলে সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারব। “সত্য সুন্দর ” টিমের সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।
প্রচারিত হবে
ঈদের দিন বিকাল ৩টাই এবং ঈদের ৪র্থ দিন রাত ৮:৫০মিনিটে।