শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : আসছে কোরবানির ঈদ। এটি সামর্থবান মুসলমানদের জন্য ওয়াজিব ইবাদত।
আল্লাহ সুবহানাতায়ালা এ বছর যাদেরকে কুরবানী করার সামর্থ্য দিয়েছেন এবং যারা কুরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তির নিকট কুরবানীর পশু আছে , সে যেন জ্বিলহজ্জ এর নতুন চাঁদ দেখার পর থেকে কুরবানী করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে । গ্রন্থঃ সহীহ মুসলিম ( ইফাঃ ) অধ্যায়ঃ ৩৬ / কুরবানী ( ৬5 ) হাদিস নম্বরঃ ৪৯৫৯ , ৪৯৫৭।
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে , গতানুগতিক অনুষ্ঠান সর্বস্ব কুরবানী না করে , কুরআন হাদিস অনুযায়ী কুরবানী করার এবং সওয়াব অর্জন করার তৌফিক দান করুন । আমিন ।
খুব সাবধান! মনে রাখতে হবে,
কোরবানি মানে অন্য কোন ধর্মের মতো দামি গরু কেনার প্রতিযোগিতা, প্রর্দশনী বা গরু জবাইয়ের উৎসব বা পূজা নয়।
অাল্লাহর কাছে রক্ত-গাোস্ত কোন কিছুই যাবেনা যাবে শুধু কোরবানিদাতার পরহেজগারি পৌঁছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করতে হবে।জনসচেতনতামূলক মাইকিং, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করার বিষয়গুলো মনতে হবে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিজ নিজ দ্বায়িত্ব মনে করেই মনতে হবে।