শাহজালাল শাহেদ, চকরিয়া: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবার চকরিয়া উপজেলায় সরকারের বিশেষ খাদ্য সহায়তা ( ভিজিএফ) পাচ্ছে ১৮টি ইউনিয়নের প্রায় ২৪৬৮৮ হতদরিদ্র ও অসহায় পরিবার। এর বিপরীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে ২৪৮৮৮০ মেট্রিক টন চাল। এ সহায়তা বন্যাসহ বিভিন্ন দুর্যোগে আক্রান্তরা পাবে।
শনিবার ২৫জুলাই কৈয়ারবিল ইউনিয়নের হত-দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের এ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা টেকনিশিয়ান মো. এরশাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এব্যাপারে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা কোরবানির ঈদ উপলক্ষে সরকারের দেয়া ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) প্রকল্পের খাদ্য সহায়তা প্রদান করা হবে।