শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীবের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার ১জুলাই কাকারা ইউনিয়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।
ছাত্রনেতা আকিত হোসেন সজীব বলেন, মুজিব বর্ষে ৩টি করে গাছ লাগাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা রয়েছে। তাই কেন্দ্রীয় নির্দেশনাকে সামনে রেখে চকরিয়া উপজেলায় ২০হাজার গাছের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। বুধবার কাকারা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছি। পরবর্তী পর্যায়ে উপজেলার আওতাধীন প্রত্যেক এলাকায় এ কর্মসূচি পালন করা হবে।
বৃক্ষ রোপনকালে কাকারা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. অহিদুজ্জামানসহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।