শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় ২ লাখ ৪০ হাজার টাকার অনুদান পেয়েছে উপজেলার বিভিন্নস্থানের ৬টি মসজিদ ও ২টি মন্দির। রোববার ১২জুলাই বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এসব আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। তিনিই আনুষ্ঠানিকভাবে উপজেলার মসজিদ-মন্দির তথা ৮টি ধর্মীয় উপসনালয়ের প্রতিনিধিদের হাতে বিভিন্ন অংকে ২ লাখ ৪০ হাজার টাকার অনুদান তুলে দেন।