কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হাটহাজারী উপজেলায় ২০ হাজার ৩ শ২৫টি বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ এবং রোপন কর্মসূচীর পালন করা হয়েছে।
হাটহাজারী উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এ কর্মসূচীর আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামের উদ্বোধন করেন, এতে রেন্জ কর্মকর্তা সৌমেন বড়ুয়া সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা স্বত:ফুর্তভাবে অংশ নেন।
উল্লেখ্য, আজ সকালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ১কোটি চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন। এর পরেই সারা দেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে একযোগে এই কর্মসূচী পালন করা হলো আজ।