এস.এম জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামে চোরাই মালামাল সহ ২ চোর ও চোরাই মাল ক্রেতা গ্রেফতার।আজ সকাল ১০ টার সময় চন্দনাইশ থানাধীন বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামে সোনামিয়ার ছেলে ফোরকান (২৬) শামসুল আলমের ছেলে এনুমিয়া (৩০) কে জনগন আটক করেন।তাদের স্বীকারোক্তিতে একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মুদি দোকানদার জাহাঙ্গীর আলম (৫৫) কে চোরাই মালামাল সহ এলাকার জনগন আটক করেন।এ ব্যাপারে ফোরকান জানায় গত ২৭/০৭/২০২০ ইং রাত ৩ টার সময় বরমা ৫নংওয়ার্ডের মৃত আবদুল কাদের এর ছেলে মোঃরিদোয়ান (২৫) ও বরমা ৩নং ওয়ার্ডের মৃত হোসেনের ছেলে মিন্টু (২৬) বাইনজুরী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুদি দোকানদার ফরিদের দোকানের পিছনের জানালা কেটে দোকানের মালামাল চোরি করে নিয়ে যায়।ঘটনাস্থলে রক্তের চিহ্ন ও রক্তমাখা ১টি গেঞ্জি পাওয়া যায়।খবর নিয়ে জানা যায় এই গেঞ্জি ফোরকানের।উক্ত গেঞ্জি ফোরকানের বলে সে পুলিশের কাছে স্বীকার করে।তবে রিদুয়ান ও মিন্টু এখনো পলাতক রয়েছে।দোকানদার ফরিদ তার দোকানের প্রায় ৩৫,০০০ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানায়।খবর পেয়ে চন্দনাইশ থানার সাব ইন্সপেক্টর মোজাম্মেল ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।বরমা ৪নং ইউপি সদস্য হারুনুর রশিদ ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল মনজুর এর উপস্তিতিতে চোরাই মালামাল সহ চোরদের থানায় নিয়ে যায়। এ ব্যাপারে দোকানদার ফরিদ বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি চুরি মামলা দায়ের করেন।