কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ঘেঁষেই বয়ে চলা ঝর্ণায় পানিতে ডুবে মারা গেছেন এক ছাত্রলীগ কর্মী।
সোমবার (১৩ জুলাই) চবি’র কলা অনুষদের পাহাড়ের পাদদেশ ধরে হেঁটে চলা মুন্না হয়তো পা পিছলে পড়ে যায় টানা বর্ষনে স্রোতের অবহিকাময় ঝর্ণার পানিতে। চেষ্টা করেও স্রোতের কবল থেকে হয়তো বেঁচে উঠতে পারেননি।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে সে পানিতে পড়ে যায়, পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফোন পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ডুবুরী দল দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।
নিহত মুন্না হাটহাজারী ফতেপুর ইউনিয়নের দুলাইর পাড়া সুলতান মেম্বারের নতুন বাড়ির মো. সিরাজের বড় পুত্র, সে হাটহাজারী সরকারী কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী, সে হাটহাজারী সরকারী কলেজ ছাত্রলীগের কর্মী ছিলো।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর বলেন- মুন্না মেধাবী ছাত্র ছিলো, পাশাপাশি একনিষ্ঠ কর্মী হিসেবে ছাত্রলীগের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছে