মোঃসাইফুল্লাহঃ মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা, খামারপাড়া সিনিয়র মাদ্রাসার (অবঃ) শিক্ষক ও শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক থানা কমান্ডার মিয়া শফিউদ্দিন চুন্নু (৭৫) বার্ধক্যজনিত কারণে গত ১৭ জুলাই শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দ্বারিয়াপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
১৮ জুলাই শনিবার বেলা ১১টার দিকে মাগুরার খামারপাড়া হাইস্কুল মাঠে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনাড় প্রদান করা হয়। গার্ড অফ অনাড় শেষে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা আব্দুস সবুর মিয়ার ইমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিশিষ্ট ওলামায়ে কেরামগন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সমাজের বিশিষ্টজনেরাসহ বিভিন্নস্তরের জনগন উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে খামারপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।