সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : আকরামুল হাসানকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ৮ টি ও নরসিংদী মডেল থানায় ২ টি গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারের পর পরই তাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যেট শামীমা আক্তার এর আদালতে তোলা হয় হয়। আদালত তাকে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করেছেন।