শাহাদাত হোসেন শাহীন, কুমিল্লা সদর দক্ষিণ প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুমিল্লায় গরু বাজার গুলো জমে ওঠেছে। আজ ২৯শে আগষ্ঠ রোজ বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী বেলতলী নামক গরু বাজারটি জমে ওঠার দৃশ্য চোখে পড়ার মতো ছিল। বাজারে ছোট, বড়, মাঝারি ধরণের গরুর সমাহারে নান্দনিক দৃশ্য ফুটে ওঠেছে। বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম ছিল। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরু কোরবারীর জন্য অনেকেই এই বাজার থেকে পছন্দের গরু ও ছাগল ক্রয় করে নেন আনন্দের সাথে। বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় গরু ও ছাগলের দাম সীমিত রয়েছে। সবাই সাধ্যের মধ্যে পছন্দের কোরবানীর পশু ক্রয় করতে পারছে বলে ক্রেতারা আনন্দিত।আবুল কালাম নামে একজন গরু বিক্রেতা জানান গরুর দাম মিডিয়াম আছে। বাজারের সৌন্দর্য ঠিক রাখার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মত।উল্লেখ্য বাজারটি বৃহস্প্রতিবার ও শুক্রবার যথারিথী বসবে।