মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৬৬ জন এবং এপর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৭ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ৩৩ টি পজেটিভ এবং ৪৪টি নেগেটিভ। অর্থাৎ নতুন ৩৩ জনসহ মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে সদরে ২৪, কালিগঞ্জে ৭ এবং শৈলকুপায় ২সহ মোট ৩৩ জন।
সর্বমোট ৩৬৬ জনের মধ্যে সদরে ১৩১, কালিগঞ্জে ১২০, শৈলকুপায় ৫৪, কোটচাঁদপুর ২৫, মহেশপুর ২০ এবং হরিণাকুন্ডু উপজেলায় ১৬ জন করোনায় আক্রান্ত। ইতমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এই জেলায় মারা গেছে ৬ জন।
এপর্যন্ত ঝিনাইদহ জেলা থেকে মোট প্রেরীত নমুণার সংখ্যা ২৭৪৫টি এবং প্রাপ্ত ফলাফলের সংখ্যা ২৪৭২টি। যার মধ্যে আজ পর্যন্ত মোট আক্রান্ত ৩৬৬ জন এবং এপর্যন্ত সুস্থ্য হয়েছেন ১২১ জন।