মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ঝিনাইদহে উৎবেগজনকহারে বৃদ্ধি পেয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এপর্যন্ত এই জেলায় মোট করোনায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ৫৩৫ জন। ইতোমধ্যে এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন।
ঝিনাইদহের সিভিল সার্জনের করোনা সংক্রান্ত সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ’র দেওয়া তথ্যমতে অদ্য ১৫/০৭/২০ ইং সোমবার সকাল ৯.৪৫ কুষ্টিয়া ল্যাব থেকে আরো ৯২টি নমুনা পরীক্ষার ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে ৩৩টি পজেটিভ এবং ৫৯টি নেগেটিভ। এই ৩৩টি পজেটিভের মধ্যে সদর ১৪ শৈলকুপা ২ কোর্টচাঁদপুর ২, কালিগঞ্জ ১০ মহেশপুর ২ এবং হরিনাকুন্ডু ৩ জন। এই নিয়ে মোট সদর উপজেলায় ২০১, শৈলকুপা ৭২, কোর্টচাঁদপুর ৩০, কালিগঞ্জ ১৮১, মহেশপুর ২৭ এবং হরিনাকুন্ডু ২৪ জন করোনায় আক্রান্ত হলো।
এই জেলায় এপর্যন্ত ৩১৭০ টি নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবে প্রেরণ করা হয়েছে তার মধ্য থেকে ২৮৮৬ টি নমুনা পরীক্ষার ফলাফল ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে ৫৩৫ টি পজেটিভ এবং ২৩৫১ টি নেগেটিভ। আক্রান্তদের মধ্য থেকে ১৭৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।