মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পৌর এলাকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার উদ্যোগে এ বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল খালেক সাগর, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এস উজ্জল, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেন বল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক মিশান রহমান, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, মেহদি হাসান, হিমেল প্রমুখ।
এসময় গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল খালেক সাগর বলেন, জেলার প্রত্যেকটি উপজেলায় ৫ হাজার ফলজ, বনজসহ বিভিন্ন ধরনের গাছ রোপন করার উদ্বোধনী দিন আজ। এছাড়াও জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে যে সকল স্থানে মানুষের চলাচল ও বিশ্রামাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন করা হবে।