আমিনুল হক, কুমিল্লা সিটি প্রতিনিধি:
শাসনগাছা-বুড়িচং যাওয়ার একমাত্র রাস্তা।প্রতিদিন হাজারো লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে।কিন্তু অনেকদিন যাবত এই রাস্তার করুন অবস্থা।রাস্তার মাঝে অনেক বড় বড় গর্ত।বৃষ্টি হলে সেই গর্তে জমে যায় পানি।আর এর কারনে অনেক ধরনের সমস্যায় পরতে হয় সাধারন জনগনকে।তাই এর সংস্কার করার জন্য কতিপয় কতৃপক্ষের নিকট আকুল আবেদন করা হয়েছে। প্রতিবছরই এই রাস্তা সংস্করণ করা হলেও প্রচুর যানবাহন এর চলাচল এই করুন অবস্থা।