1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে বারুক বিলে অবৈধ কারেন্ট জালের ব্যবহার,লিজ নেয়া সমিতির মাথায় হাত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

তাড়াইলে বারুক বিলে অবৈধ কারেন্ট জালের ব্যবহার,লিজ নেয়া সমিতির মাথায় হাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১৯৩ বার

প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে বারুক বিলে অসাধু গ্রামবাসী কর্তৃক অবাধে চলছে সরকারের নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও কোনাবেড় জালের ব্যবহার।

জানা গেছে,উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা-কাজলা রোডের বটতলা নামক স্থানে অবস্থিত এই বারুক বিল।যাহার পূর্বে রাস্তা,পশ্চিমে রাহেলা গ্রাম,উত্তরে দামিহা বটতলা, দক্ষিনে নান্নু সড়ক। সরকারের ২৩ একর ২৭ শতাংশ এই জলাভূমি বাংলা চৈত্র মাসে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ রাজস্বদাতা মৎস্যজীবি সমবায় সমিতিকে বরাদ্ধ দেয়া হয়।১বৈশাখ সরকারের পক্ষ থেকে সমিতির বরাবরে লিখিতভাবে মাছ চাষ করার জন্য বুঝিয়ে দেয়া হয়।এ বছর বারুক বিলে মাছ চাষ করার জন্য মালিকানা পায় আগামী ৩ বছরের জন্য উপজেলার বাঘাইন বিল মৎস্যজীবি সমবায় সমিতি লি:।উক্ত সমিতি আগামী তিন বছরের জন্য ২৫লক্ষ ৩০ হাজার ছাপ্পান্ন টাকা তিন কিস্তিতে অর্থাৎ প্রতি বছর ৮লক্ষ ৪৩হাজার তিনশত বায়ান্ন টাকা করে সরকারের কোষাগারে জমাপ্রদান করার চুক্তিনামা করে। প্রথম বছরের চুক্তির টাকা পরিশোধ করে বিলে মাছচাষ শুরু করে এ বছরের মে মাস থেকে।

গত ২৩ জুলাই বারুক বিলের বরাদ্ধ পাওয়া বাঘাইন বিল মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সভাপতি মো.আনোয়ার হোসেন অবৈধভাবে বারুক বিলে কারেন্ট জাল ও কোনাবের জাল বাইসকারীগনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে একটি দরখাস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।উক্ত আবেদনের একটি কপি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক বরাবরে দাখিল করে সরেজমিনে দেখার আহবান জানান।

বিগত ২৪জুলাই(শুক্রবার) বিকেলে সরেজমিনে দেখা যায়,বারুক বিলে অসংখ্য বড়শি শিকারী মাছ ধরতে ব্যাস্ত। বিলের মাঝে ছোটবড় প্রায় ২০টি কোষা নৌকায় করে বিলের আশেপাশের অসাধু লোকজন কারেন্ট জাল,কোনাবেড় জাল এবং মাছ ধরার বিশেষ খাঁচা চাই দিয়ে অবাধে মাছ শিকার করছে।গণমাধ্যম কর্মীদের দেখে কয়েকটি নৌকা পালিয়ে গেলেও এলাকার প্রভাবশালী ও পেশিশক্তির বলে কিছু নৌকা করে লোকজন মাছ শিকার করছে।

এ ব্যাপারে সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান,সরকারের কোষাগারে প্রায় ৯লক্ষ টাকা জমা দেয়া ছাড়াও প্রায় ৩০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ এই বারুক বিলে ছাড়া হয়েছে।এই মাছগুলো আগামী আশ্বিন-কার্তিক মাসে বাজারে বিক্রয় করার কথা।এখন প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার খাদ্য দিতে হচ্ছে এই বারুক বিলে মাছের জন্য।অথচ আশেপাশের প্রবাবশালী কিছু মদদ দাতার উস্কানিতে পেশিশক্তি ব্যবহার করে সরকারের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন প্রকার জাল ব্যবহার করে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন করছে।দিন ছাড়াও রাতের আধারে বিলে পাহাড়াদারদের হুমকি দিয়ে অবাধে ধরে নিয়ে যাচ্ছে মাছ।কিছু বললে প্রাণনাশের হুমকি প্রদান করছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন,অচিরেই বারুক বিলের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net