মোঃ জুয়েল রানা, তিতাসঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের নির্দেশনায় কুমিল্লা তিতাসে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার থানা রাস্তায় বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত।
এসময় তিতাস উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মজনু সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মিয়া, দাউদকান্দি কৃষক লীগের সভাপতি হাজী শাহআলম, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের মহিলা সম্পাদিকা জাহানারা বেগম, তিতাস উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, সহ-সভাপতি খুরশিদ মোল্লা ও মিজান সিকদারসহ তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতাস উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।