রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
অব্যাহত বৃষ্টি এবং উজানের নদ-নদীর বয়ে আসা পানির কারণে দিনাজপুরে জেলার ৩টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে নদী তীরবর্তী নিমাঞ্চলের বসতবাড়ি প্লাবিত হয়েছে। ইতোমধ্যে আত্রাই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অব¯’ান করছে।
আজ সোমবার সকাল থেকেই জেলা সদর ও বিরল উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত পূর্ণভবা নদীর শহর রক্ষা বাধ সংলগ্ন নিমাঞ্চলগুলো ও বিরল অংশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে দিনের মধ্যেই পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে আশংকা করছেন পানি উন্নয়ন বোর্ড সংশ্লীষ্ট কর্মকর্তারা।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জানান, জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অব¯’ান করছে। যদি উজানের পানি এবং বৃষ্টির পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে আজকের মধ্যেই (১৪ জুলাই) বিপৎসীমা অতিক্রম করবে।
তিনি আরো জানান, দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুর্ণভবা নদীর পানি ৩৩ শমিক ৫০ মিটার বিপৎসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩২শমিক ৬০ মিটার, আত্রাই নদীর পানি ৩৯ শমিক ৬০ মিটারের বিপরীতে বর্তমানে ৩৯শমিক ৯৬ মিটার ও ইছামতি নদীর পানি ২৯ শমিক ৯৫ মিটারের বিপরীতে ২৮শমিক ৯৮ মিটারে অব¯’ান করছে। এছাড়াও জেলার অন্যান্য ছোট নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।