সফিকুল ইসলাম রিপন, নরসিংদী:
মঙ্গলবার বাদ আছর নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা খায়রুল কবির খোকন , বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার , উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বিজি রশিদ নওশের জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান চঞ্চল যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল , সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া , যুব দলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, যুব দলের সিনিয়র সহসভাপতি শাহান শাহ শানু যুব দলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন ভূইয়া,, সদর থানা ছাএ দলের আহবায়ক কাজি ওয়াসিম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাছির, মামুন ইসলাম অনুষ্ঠানে ছাএদল, যুবদল সহ বিএনপির প্রায় পাঁচশতাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন । এ সময় সাবেক ডাকসুর জিএস ও বিএনপির যুগ্ন মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন বলেন মরহুম নুরুল ইসলাম একচন দক্ষ সংগঠক ছিলেন, তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত আমি তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করি।