সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের পঞ্চম দিনে আবারো জেলা পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার ১।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পিপিএম বার পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, জেলা পুলিশ নরসিংদী মাদকের
বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ফলশ্রুতিতে শুক্রবার ৩ জুলাই রাত ১০,৩০ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী (সদর) সার্কেল শাহেদ আহমেদের নেতৃত্বে ।
জেলা জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপম কুমার সরকার পিপিএম, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এসআই জাকারিয়া আলম ,এএসআই আনোয়ার হোসেন সহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া নরসিংদী ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড এলাকা হতে একটি শপিং ব্যাগের ভিতর কাপড় মোড়ানো অবস্থায় মাদক ব্যবসায়ী সেতারা বেগম (৩৫) কে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেন।
মাদক ব্যবসায়ী সেতারা বেগম (৩৪) স্বামী আলামিন মিয়া, পিতা মৃত বাবুল মিয়া, শান্তিপুর থানার হাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া / বর্তমান ঠিকানা মুছার গাও (মরম আলীর বাড়ির ভাড়াটিয়া)(ভাসমান), থানা দক্ষিণ সুরমা জেলা সিলেট ।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, -১ টি মোবাইল সেট , নগত ১৮২০/ টাকা
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৬০ লক্ষ টাকা।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার আজ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে বলেন মাদক ব্যবসায়ীরা সিলেট থেকে নরসিংদীর উদ্দেশ্যে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জেলা পুলিশের অফিসারগণ ঢাকা সিলেট রোডের বেলানগর ঢাকা বাস স্ট্যান্ড এলাকা হতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেন।
এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।