1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে পিকআপভ্যান মালিকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান  *জরুরী রক্ত প্রয়োজন*রক্তের গ্রুপ: AB+ (এবি পজেটিভ) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ কক্সবাজারে সাংবাদিকদের উপর আ’লীগ-ছাত্রলীগের হামলা সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে দোহাজারীতে বিক্ষোভ মিছিল  এমএসআর’র ১ কোটি ২৬ লক্ষ টাকা লুটপাট সমস্যায় জর্জরিত চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স-অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন নবীনগরে কুতুবিয়া দরবার শরীফে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

নাঙ্গলকোটে পিকআপভ্যান মালিকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৭৪ বার

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোটে মহসিন ইউসুফ (৪৫) নামে এক পিকআপভ্যান মালিকের লাশ রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মন্তলী বাজার ব্রীজের উত্তর পাশ থেকে শনিবার সকালে উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। মহসিন ইউসুফ শ্রীরামপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে, তবে নিহত মহসিন গত ১০ বছর যাবৎ একই উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের আঙ্গুলখোড় গ্রামে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। মহসিন প্রতিদিন সকালে তার পৈত্রিক ভূমি শ্রীরামপুর গ্রামে ব্যবসায়ীক সুবিধার্থে চলে আসতেন, অনেক রাত করে বাড়ীতে ফিরতেন বলে জানান নিহতের স্ত্রী শামছুনন্নাহার। খবর পেয়ে পুলিশের চৌদ্দগ্রাম সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী এবং ওসি (তদন্ত) আশ্রাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে মহসিন ইউসুফ (৪৫) গত ১০/১২বছর থেকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের আঙ্গলখোঁড় গ্রামে বাড়ি করে বসবাস করে আসছেন। মহসিন নিজস্ব পিকআপভ্যানে করে বিভিন্ন মৎস্য খামারের মাছ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। শুক্রবার রাত সোয়া ৯টা পর্যন্ত মহিসন তার শ্রীরামপুরের পৈত্রিক বাড়ী সংলগ্ন বাঙ্গড্ডা-হাসানপুর আঞ্চলিক সড়কের শ্রীরামপুর রাস্তার মাথার আলমের চা দোকানে তার ভাই আবদুর রশিদ ও ইয়াছিনসহ বসে ছিলেন। কিছুক্ষণ পর একই ইউপির মালিপাড়া গ্রামের হানিফ ড্রাইভারের প্রাইভেটকারে করে মহসিন ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে অটোরিক্সা চালক কামরুল ইসলাম’সহ পাশ^বর্তী শান্তিরবাজারের দিকে চলে যান। শান্তির বাজারে গিয়ে দুলালের মটরসাইকেল ওয়ার্কসপের সামনে নেমে যান বলে জানান চালক হানিফ। পরে শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে নিহতের মোবাইল ফোনে কল করে মোবাইল বন্ধ পায় তার পরিবার। শনিবার ভোরে স্থানীয়রা তার বাড়ি সংলগ্ন খাল পাড়ের ব্রীজের পাশে উপুড় হয়ে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে প্রথমে অজ্ঞাত লাশ হিসেবে শনাক্ত করে। পরে তার ভাই ও আত্মীয়রা এসে লাশের পরিচয় নিশ্চিত করে। এছাড়া একাধিক সূত্র জানায়, মহসিন গত ১ বছরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্তার অভিযোগে ডিবি ও থানা পুলিশের হাতে দু’বার আটক হয়। পরে বিষয়টি প্রমাণ না হওয়ায় কুমিল্লা ডিবি অফিস ও থানা থেকে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান নিহতের বড় ভাই আব্দুর রশিদ।
মহসিনের ভাই মো: এয়াছিন জানান, গত ৬/৭মাস পূর্বে মহসিনের মাছের ড্রাম চুরি নিয়ে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের বেছা মিয়া কবিরাজের মেয়ের জামাই একই ইউনিয়নের বাঙ্গড্ডা উত্তর পাড়ার শাহপরানের সাথে বিরোধ দেখা দেয়। মহসিন শাহপরানের নিকট মাছের দুইটি ড্রাম ও নগদ ১২হাজার টাকা পায়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হলে শাহপরান তার শ^শুর বেচামিয়া কবিরাজ ও তার বড় ছেলে মহসিনকে মারপিট করে। এঘটনায় এলাকায় সালিশ বৈঠক বসে, সালিশ বৈঠকে শাহপরান ও তার শ^শুর বাড়ির লোকজনকে দোষী সাব্যস্ত করা হয়। সালিশ বৈঠকে মহসিনকে তার পাওনা মাছের দুইটি ড্রাম ও নগদ ১২হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। মহসিনের ভাইদের ও তার পরিবারের ধারণা শাহপরানের সাথে ব্যবসায়িক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। মহসিনের মাথা, চোখে পিঠে রক্তের দাগ, হাত ভাঙ্গা ও রাতে বৃষ্টি না হলেও তার লুঙ্গি ও শরীর ভেজা ছিলো বলেও জানান তিনি।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম