কক্সবাজার প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের উদ্দোগে ২০ হাজার ৩২৫ টি চারা গাছ বিতরন করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন অভিযান কার্যক্রমের উদ্ধোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চকরিয়ায় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বৃক্ষরোপন কার্যক্রমের উদ্ধোধন করেন।
তিনি আরো বলেন, এদিন বনজ,ফলজ,ভেষজসহ প্রায় ২০ হাজার ৩২৫ টি চারা বিতরন করা হয়।
চারা বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।