মাহবুবুর রহমান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১ টায় সোনাইমুড়ি উপজেলার আতাউর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কলেজ আঙ্গিনায় বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আতাউর রহমান ভূঁইয়া কলেজ ও আতাউর রহমান ভূঁইয়া স্কুল এর প্রতিষ্ঠাতা, তৌহিদা-মানিক ট্রাস্ট ও তমা গ্রুপের চেয়ারম্যান, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
বৃক্ষরোপণের সময় প্রধান অতিথি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগাতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের সুস্থভাবে বাঁচতে হলে এ দেশকে সবুজে ভরে তুলতে হবে। বঙ্গবন্ধু আমাদের একটি দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর গড়া এই দেশটাকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি দেশের প্রতিটি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরে সবুজ বনায়নে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ সামিন ডেভেলপমেন্টস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব লায়ন মোঃ বোরহান উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ আনিসুর রহমান, আরবি সী ল্যান্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, আমির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম স্বপন, নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সোহেল খন্দকার, স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, কলেজ অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন ও কলেজ গভর্নিংবডির সভাপতি মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।