প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ডেমরা প্রতিনিধি,
মোঃ বশির উদ্দিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৬ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূর্চী পালন করা হয়। সংগঠনের সভাপতি এম.এ সিদ্দিক মিয়ার সভাপতিত্বে ও মহাসচিব শেখ মিজানুর রহমানের সঞ্চালনায় মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি। আরও বক্তব্য রাখে জি.এস ফারুক, অধ্যক্ষ ফারুক হোসেন মিয়াজী, মোঃ সেলিম হোসেন ও এম.এ তুহিন প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে ৬ দফা দাবি তথা করোনা ভাইরাসের এই দুঃসময় উত্তরণে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাহায্যের জন্য সহজ শর্তে ১ হাজার কোটি ঋণ প্রদানের আবেদন, কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকা কর্মচারীদের জন্য রেশন কার্ডের ব্যবস্থাকরণ, কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোতে অনুদানের দাবী, করোনা ভাইরাসের সংক্রমনের হার কমে গেলে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থাকরণ, সহজ শর্তে কিন্ডারগার্টেন বিদ্যালয়সমূহকে নিবন্ধনের আওতায় আনা, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার মতো নিজ বিদ্যালয়ের নামে জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবী জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবে কমছেনা বলে বিশ্বের মতো আমরাও দিশেহারা। তাই দেশের অর্থনীতিও টাল-মাতাল, এতে কিন্ডারগার্টেন স্কুল গুলোর অবস্থাও শোচনীয়। গত ১৭ইং মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসরকারী উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত প্রায় ৬৫ হাজার কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে আছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১ কোটির অধিক কোমলমতি শিশু কিশোর শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। আর এসব প্রতিষ্ঠানের ১০ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা কর্মচারী কর্মরত আছেন, এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদের পরিবার। কিন্তু করোনা ভাইরাসের মোকাবেলায় স্কুল ও প্রাইভেট টিউশন বন্ধ। প্রায় ৯৫% শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়ীতে পরিচালিত। বাড়ী ভাড়া, শিক্ষক-শিক্ষিকার বেতন, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করতে হয় ছাত্র/ছাত্রীদের মাসিক টিউশনের ফি থেকে। স্কুল বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে ভয়াবহ কষ্টের মধ্যে দিনযাপন করছে সবাই। তাই শেখ হাসিনার কাছে ৬ দফা দাবির মাধ্যমে আমরা আকুল আবেদন জানাচ্ছি।