আবিদ হোসেন রাজু,
মনপুরা উপজেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বর্ষ উপলক্ষে মজিবের কথা স্মরন করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার রক্ষায় মনপুরা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে মনপুরা উপজেলা ছাত্রলীগের কর্মীরা
কর্মসূচিতে মনপুরা উপজেলা ছাত্রলীগের তরুণ ছাত্র নেতা ও মনপুরা মানব সেবা সংগঠনের সভাপতি আওলাদ মাতাব্বরের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপুল চন্দ্র দাস, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল, জনাব জাহাঙ্গীর, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাব সভাপতি জনাব আলমগীর, মনপুরা উপজেলা ছাত্রলীগের দুই নাম্বার সাংগঠনিক সম্পাদক সুমন হোসাইন ৪ নাম্বার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেজবাহ এবং ছাত্রলীগের অনান্য ছাত্রলীগ কর্মী বৃন্দ।
শেখ হাসিনার আহবান ৩ টি করে গাছ লাগান এই স্লোগানকে সামনে রেখে সারা মনপুরার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শত বৃক্ষরোপণ করবে ছাত্রলীগ জানায় তারা।