জামাল উদ্দিন স্বপনঃ
কুমিল্লার মনোহরগঞ্জে স্বামী নুর মোহাম্মদ বাবলুর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন স্ত্রী শারমিন আক্তার রুনা। উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রামে এ ঘটনা। এর প্রতিবাদ লিপিতে উল্লেখ্য করা হয়, আমি শারমিন আক্তার রুনা, স্বামী- নুর মোহাম্মদ বাবলু, গ্রাম-বড় কাঁচি, পোঃ বিপুলাসার, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা। এই মর্মে প্রতিবাদ করিতেছে যে, বিগত ১৩/০৭/২০২০ইং তারিখ আমার স্বামী নুর মোহাম্মদ বাবলুর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় জনৈক খোরশেদ আলম, পিতা- হাজী হাবিবুল্লাহ, গ্রাম+পোঃ বিপুলাসার, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নম্বর-৫/৪৬, তারিখ-১৩/০৭/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(ক)/৩০। উক্ত মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, বাদীর মেয়ে সায়মা আক্তার শান্তাকে আমার স্বামী ফুসলিয়ে কৌশলে ইমাম হোসেন ইমন সহ সি.এন.জি যোগে সোনাইমুড়ি নিয়ে আটকিয়ে রাখে এবং ০৪/০৭/২০২০ইং তারিখ আনুমানিক রাত ১০টায় জোরপূর্বক ধর্ষণ করে। উপরোক্ত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রনোদিত। আমার স্বামী এই ধরনের কোন অপকর্মের সাথে জড়িত নয়।
উল্লেখ্য, আমার স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহিত কথিত ভিকটিমের যোগাযোগ হয় এবং উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমার স্বামীর ইতালি থেকে আসার পর বাদীর মেয়ে ও বাদীর পরিবার আমার স্বামীকে কথিত ভিকটিমকে বিয়ে করার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করিলে আমার স্বামী স্পষ্ট ভাষায় তাদেরকে নিষেধ করে। তাই তারা ক্ষুব্ধ হয়ে আমার স্বামীর বিরুদ্ধে এই মামলা আনয়ন করিয়াছে। বিগত ০৩/০৭/২০২০ইং তারিখে সন্ধ্যায় আমার স্বামীর তুর্কি এয়ারলাইন্সে ইতালি গমনের ফাইট থাকায় আমি, আমার স্বামী ও আত্মীয়-স্বজন সহ আমার ভাসুরের ঢাকার বাড়ীতে অবস্থান করিতেছিলাম। কিন্তু র্দুভাগ্যজনক ভাবে ফাইট বাতিল হয়ে যাওয়ার কারণে আমার স্বামী ইতালি যেতে পারে নাই। এই বিষয়ে এয়ারলাইন্সের টিকেট আমাদের নিকট সংরক্ষিত রহিয়াছে।
আমি জানতে পারি যে, উক্ত মামলার কথিত ভিকটিম সায়মা আক্তার শান্তা বিগত ০৯/০৭/২০২০ইং তারিখ ঢাকার কদমতলী থানায় একটি মামলা দায়ের করিতে আসে। সে উক্ত মামলায় এজাহারে উল্লেখ করেছে যে, আমার স্বামী বাবলু ও আমার ভাসুর নুর ইসলাম মাইক্রোবাস যোগে সায়মা আক্তার শান্তাকে সোনাইমুড়ি নিয়ে আটকিয়ে রাখে। এজাহার দুটি বিশ্লেষণে স্পষ্ট যে, উল্লেখিত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। আমার স্বামী ও আমার ভাসুর সহ আমাদের পুরো পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় মিথ্যা ও কল্পিত ঘটনা সৃজন করিয়া এই মিথ্যা মামলা দায়ের করা হইয়াছে। প্রকৃতপক্ষে, আমার স্বামী এই ধরনের কোন ঘটনায় জড়িত নয় মর্মে আমি দ্ব্যার্থহীন ভাবে জানাইতেছি।