মোঃ সাইফুল্লাহ: মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১১ জুলাই শনিবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ২০০ টি ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আলী নূর রহমান, সহ-সভাপতি এরশাদ হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি শফিউজ্জামান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিত কুমার, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহ-সাংগঠনিক শাওন হোসেন, দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আকিদুল মোল্যাসহ আরো অনেকে।
এ সময় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলী নূর রহমান বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাইয়ের নির্দেশে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ উপজেলার বিভিন্ন স্থানে ২০০ টি ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগিছে। স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিছুদিন আগে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়েছিলো।