মোঃসাইফুল্লাহঃ মাগুরার মহম্মদপুর উপজেলার চুড়ারগাতী গ্রামের দীপ বিশ্বাস(১৭) নামের একজন স্কুল পড়ুয়া ছাত্র নিজেকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চলিয়ে যাচ্ছেন।
মহামারী করোনা ভাইরাস এর কারণে স্কুল বন্ধ থাকায় অবসর সময়ে সে উন্নত জাতের হাঁস পালন করার সিদ্ধান্ত নেয়। দ্বীপ বিশ্বাস জানায়, সে যশোরে তার দাদার বাসায় থাকা কালীন সময়ে সেখানে হাঁস খামার দেখে তার মনে হাঁস পালন করার ভাবনার আবির্ভাব ঘটে।
সে বাড়িতে এসে একটি খামার তৈরী করে উন্নত (বেইজিং পিকিং) জাতের হাস পালন শুরু করেন। তার খামারে বর্তমানে দুই শত পচিশটি বাচ্চা আছে। প্রতিটি বাচ্চার ওজন এখন ৪০০ গ্রাম থেকে ৬০০গ্রামের মধ্যে আছে। তিনি আরো বলেন তিন মাস পর একটি হাঁসের ওজন ৩ কেজি বেশি হবে। এটা খুবই লাভজনক ব্যবসা সে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই, সেই সাথে সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।