1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নতুন করে আরো ৭জনের পজিটিভ,জেলায় মোট ১৯০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

মাগুরায় নতুন করে আরো ৭জনের পজিটিভ,জেলায় মোট ১৯০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৫৩ বার

মোঃসাইফুল্লাহঃ মাগুরায় সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে আজ ১১ জুলাই শনিবার সকাল পর্যন্ত নতুন করে জেলায় মোট করোনা রুগী শনাক্ত ৭ জন। জেলায় মোট করোনা রুগী শনাক্ত হয়েছে ১৯০ জন। নতুন সুস্থ হয়েছে ২০ জন, মোট সুস্থ হয়েছে ৯০ জন। নিম্নে হুবহ দেওয়া হলো- ১১.০৭.২০২০ শনিবার সকাল পর্যন্ত প্রদত্ত রির্পোট গতকাল নমুনা পাঠানো হয়েছিল –১৪
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –১৯৭৮
আজ প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৩০
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা-১৭৬৩
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ -৭
এর মধ্যে,
পৌরভার ৩ জন- নতুন বাজার,আনসার কলোনি, ও কলেজ পাড়া।
সদরের ২ জন- বগিয়া ইউনিয়নের বারাসিয়া ১ জন ও শত্রুজিতপুর বাজার১ জন।
শ্রীপুর উপজেলায় ২ জন – শ্রীপুর সদর ইউনিয়নের বালিয়াঘাটায় ১ জন ও সব্দালপুর ইউনিয়নের উজিয়াল গ্রামে ১ জন।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ–১৯০ জন। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৩৬ হন,
শীপুর উপজেলায় ২৪,মহম্মদপুর উপজেলায় ১৯ ও শালিখা উপজেলায় ১১ জন।
আজ নতুন সুস্থ-২০জন।
অদ্যাবধি মোট সুস্থ -৯৬ জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-৭৮ জন।
হাসপাতালে ভর্তি–২জন।
রেফার মোট -৭জন।
*অদ্যাবধি মৃত মোট -৭ জন। অন্যদিকে গত ২১ জুন ২০২০ হতে মাগুরা পৌর সভার ৪ নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোনের আওতায় এনে লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net