মাগুরা জেলায় আজ ২১ জুলাই মঙ্গলবার ৯ জন করোনা রুগী পজিটিভ শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় করোনা রুগী শনাক্তের সংখ্যা দাড়ালো ৩৩৪ জনে। মাগুরা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী গতকাল নমুনা পাঠানো হয়েছিলো ৫৬ জনের।
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে ২৪৫০ জনের।
২১জুলাই প্রাপ্ত রিপোর্ট সংখ্যা-২৬ জনের।
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা ২১৭৫ জনের।
২১ জুলাই মঙ্গলবার প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯জনের।
এর মধ্যে মাগুরা পৌরসভায় ৪ জন, পুলিশ লাইন পাড়া, বরুনাতৈল,হাসপাতাল পাড়া ও রায়গ্রামের ১ জন করে।
মহম্মদপুর উপজেলায় ৪ জন -মহম্মদপুরের রাধানগর বাজার,ভোলানাথপুর, কলেজরোড এবং বালিদিয়ার বড়রিয়ায় ১ জন করে।
শালিখা উপজেলার আড়পাড়ার পোড়াগাছিতে ১ জন।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৩৪ জন।
আজ নতুন সুস্থ-৪ জন।
অদ্যাবধি মোট সুস্থ হয়েছে ১৭৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১৪০ জন।
হাসপাতালে ভর্তি আছেন ০৫ জন৷
রেফার -৯ জন।
অদ্যাবধি মৃত-৭জন।