মোঃসাইফুল্লাহঃ মাগুরায় পিসিআর ল্যাব স্থাপন, হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সাপ্লাই এবং আইসিইউ ব্যবস্থা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন, সমাবেশ, পদযাত্রা এবং সিভিল সার্জনের কার্যালয়ে স্মারক লিপি পেশ করেছে করোনা দূর্যোগ মোকাবেলায় গণকমিটি।
বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা-কর্মীরা।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা গণ কমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলি, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফিরোজ, সদস্য সচিব এটিএম আনিসুজ্জামান এবং যুগ্ম সদস্য সচিব সম্পা বসু।
পরে তারা পদযাত্রা নিয়ে মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে স্মারক লিপি পেশ করেন।