মােঃ সাইফুল্লাহ: মাগুরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক , এনটিভির স্টাফ রিপোর্টার ও ডেইলি নিউ এইজ পত্রিকার সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম শফিক করোনা আক্রান্ত ।আজ বুধবার তার করোনা টেষ্টের রিপোর্ট পজেটিভ এসেছে।এ নিয়ে মাগুরার ৪ জন সাংবাদিক করোনা আক্রান্ত হলো।
মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার সাহা জানান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এর শরীরে জ্বর ও কিছু করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ১৩জুন তার নমুনা সংগ্রহ করে টেষ্টের জন্য যশোর যবিপ্রবির ল্যাবে পাঠানো হয়। আজ ১৫ জুন বুধবার তার টেষ্টের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।বর্তমানে তাকে হোম আসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের করোনা শনাক্ত হওয়ার তথ্য পাওয়ার পরে তার শারীরিক অবস্থার খোজ খবর নিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। এসময় এমপি শিখর তাকে মনে সাহস রেখে চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী চলে করোনা মোকাবেলার করতে বলেন।
এদিকে মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেণ শিকদার মুঠোফোনে সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের শারীরিক খবরাখবর নিয়ে দ্রুত সুস্থতা কানমা করেছেন।
মাগুরার জেলা প্রশসক আশরাফুল আলম ও পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের করোনা শনাক্ত হওয়ার খবর শুনে শারীরিক অবস্থার খোজ নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করে পৃথক ভাবে খাদ্য সামগ্রী, মৌসুমী ফল ও কিছু প্রয়োজনীয় ঔষধ উপহার হিসেবে পাঠিয়েছেন।