মাহমুদুল হাসান,রাঙ্গাবালী,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
সোমবার রাত ১১ টায় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের জনৈক রশিদ মাতুব্বরের বাড়ী সংলগ্ন সড়ক থেকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাদল লাহারী ছেলে এনামুল ইসলাম (২২) মিলন ফকির ছেলে মো. বাবু (২০)
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃতরা হলো মাদক ব্যবসায়ী।
দীর্ঘদিন এদের উপর নজর রাখছে প্রশাসন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরির্দশক নাজমুল হাসান এর নেতৃতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রোরণ করা হয়েছে।