মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ঃ মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সাথে মীরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় তিনি পুলিশ প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়ন, পুলিশের ইতিবাচক ও নেতিবাচক দিক এবং মীরসরাই থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।
উক্ত মতবিনিময় সভায় মীরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রণজিত ধর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুম, যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার, অর্থ সম্পাদক ইমাম হোসেন, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দপ্তর সম্পাদক আব্দুল মান্না রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানোয়ারুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রিপন গোপ পিন্টু, পাঠাগার সম্পাদক জাবেদ হোসাইন, সদস্য কামরুল হাসান সহ প্রমুখ।
মীরসরাই থানাকে মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।