নইন আবু নাঈম, বাগেরহাটঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শরণখোলা অনার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ ও তাফালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন œপ্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ১০০টি চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ, মাহবুব হাসান, রনি গাজী, শাহীন ফরাজী ও মাহমুদা সেতু প্রমূখ।