শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসাবে রাউজান উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে।১৯ জুলাই রোববার উপজেলা চত্বর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড সমূহের নেতাকর্মীদের তিনটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মনছুর আলম,আবু ছালেক,মোহাম্মদ সাজ্জাদ, তানভীর হোসেন চৌধুরী প্রমুখ।