দিলওয়ার খান ঃ নেত্রকোণা হাওর ও ভাটি অঞ্চল এ জেলায় প্রচুর মাছ উৎপাদন হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ রপ্তানি করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের জন্য জনগণের সচেতনতার প্রয়োজন বললেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈন উল ইসলাম। ২১ জুলাই মাছের পোনা অবমুক্তকরণ সময়ে একথা বলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলা পুকুরে মাছের পোণা অবমুক্তকরণ করা হয়েছে। নেত্রকোণা জেলা প্রশাসক মঈন উল ইসলাম দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোণা অবমুক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা মৎস্য অফিসার ফজলুল কাবীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তার, সদর উপজেলা মৎস্য অফিসার দেবাশীষ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অফিসার ফজলুল কাবীর জানান, নেত্রকোণা জেলা মৎস্যে উদ্বৃত্ত জেলা হিসাবে প্রতি বছর চাহিদা পূরণ করে ২৯ হাজার ৪৬০ টন মাছ উদ্বৃত্ত থাকে। এই জেলার মাছ বাইরে রপ্তানী করা হয়।