মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ ৩ জুলাই শুক্রবার জুমা’র নামাজ আদায় শেষে মর্ধ্য ঘাঘটপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এবিষয়ে জানতে চাইলে জনাব শাফিউল ইসলাম শাফী শ্যামল বাংলা টিভি স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুকে বলেন, রংপুর মহানগরীর মর্ধ্য ঘাঘটপাড়ার এই মসজিদটি ছাদ ঢালাইয়ের জন্য মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরনের প্রথম ধাপ শুরু হওয়ায় সকলেই আশাবাদী সকলের সহযোগীতা নিয়ে ছাদ ঢালাইয়ের বাকি ধাপ পুরনের জন্য সকলকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি। মসজিদের ছাদ ঢালাই উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক, নবগঠিত রংপুর সিটি করপোরেশনের সাবেক সফল কমিশনার জননেতা মোঃ শাফিউল ইসলাম শাফী। জননেতা জনাব শাফিউল ইসলাম সাফি সকলের উদ্দেশ্যে বলেন, মসজিদ নির্মাণ কাজে এলাকার সকলকে সাহায্যের হাত প্রসারিত করতে হবে আল্লাহ তা’আলা সে তৌফিক দান করুক আমাদের সকলকে, ছাদ ঢালাই উদ্বোধন শেষে সকলেই হাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে দোওয়া করে আল্লাহর ঘর নির্মাণের উছিলায় ঘাঘটপাড়াবাসীকে করোনা মহামারী থেকে হেফাজত করার প্রার্থনা করেন মহান রাব্বুল আলামিনের নিকট। ছাদ ঢালাই উদ্বোধনের সময় উপস্হিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাকসহ মসজিদের মুসল্লিবৃন্দ।