শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. ইসমাঈল। তার বয়স ৫ বছর। সোমবার (৬ জুলাই) উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট কুলালপাড়া এ ঘটনা ঘটে।সে বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট কুলালপাড়ার মো. ইব্রাহিমের একমাত্র সন্তান।প্রতিবেশী চাচা মো. জয়নাল বলেন, সোমবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে মসজিদের পুকুরে এলাকার ছেলেরা গোসল করছিল। এসময় শিশু ইসমাঈল পুকুর ঘাটে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশু ইসমাঈল পুকুরে পড়ে যায়। পরে গোসল করে ওঠে যাওয়া পাড়ার ছেলেদের সঙ্গে ইসমাঈলকে দেখতে না পেয়ে শিশুটির মা-বাবা তাকে খুঁজতে থাকে।খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে ওই পুকুর থেকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে নোয়াপাড়া পথেরহাটের কসমিক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।