শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্যােগে ক্ষুদ্র ব্যবসায়ী, গাভী পালন ও বনায়নের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে ঋণ বিতরণ করেছেন ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকা। নতুন অর্থ বছরে বিতরণ করা হয়েছে ১৩ লাখ টাকা। ২০ জুলাই সোমবার নতুন অর্থ বছরের ১৩ লাখ টাকার এই ঋণ বিতরণ করা হয়। গহিরাস্থ শান্তির দ্বীপ অফিসে আনুষ্ঠানিক ভাবে এই ঋণের টাকা বিতরণ করেন গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস কর্মকর্তা এ.এইচ.এম সোহেল, সুদীপ্ত তালুকদার, মাঠ কর্মকর্তা শুক্লা দে, ডলি রানী দে, জান্নাতুল ফেরদৌস, আসাদুস জামান চৌধুরী,গহিরা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ,যু্বলীগ নেতা সাইদুর রহমান,জিকু দত্ত প্রমুখ।গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল বলেন,সমিতির দায়িত্ব নেয়ার পর গত ২০১৯-২০২০ অর্থ বছরে সমিতির সদস্যদের মধ্যে মাছ চাষ, গাভী পালন,হাঁস মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা করার জন্য ঋণ বিতরণ করা হয়েছে ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকা।নতুন অর্থ বছর শুরু হয়েছে মাত্র বিশ দিন। এই বিশ দিনে আমরা ৩৫ জন সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করেছি ১৩ লাখ টাকা। ঋণ নিয়ে সমিতির সদস্যরা চাষ, গাভী পালন, হাঁস, মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা করে নিজেরা স্বাবলম্বি হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছেন।তিনি বলেন, রাউজানের কৃতিসন্তান মরহুম একেএম ফজলুল কবির চৌধুরী গহিরা শান্তির দ্বীপ প্রতিষ্ঠা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। মরহুম ফজলুল কবির চৌধুরীর কৃতি সন্তান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী শান্তির দ্বীপ সমবায় সমিতিকে পিতার মতো বুকে ধারণ করে মরহুম একেএম ফজলুল কবির চৌধুরী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন।এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাজার নারী প্রশিক্ষণ নিচ্ছেন।