শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী, চুয়েট গেইটের দক্ষিণ পাশে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় শত বৎসরের পুরাতন পুকুরের পাহাড়ি মাটি ও বালি দিয়ে ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক ভবন।রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার বাসিন্দা ও বিদ্যুৎ’ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. এমাদাদুল হক পুকুরটি ভরাট করে আাবসিক ভবন নির্মাণ করার প্রস্তুতি নিয়েছে। ডাঃ এমদাদুল হকের পৈতৃক নিবাস সন্দ্বীপ হলেও চাকুরীর সুবাদে ৬০ বৎসর পুর্বে রাউজান তাপ বিদ্যুৎ সংলগ্ন এলাকায় পাহাড়ী জমি ক্রয় করে সেমি পাকা বাড়ী নির্মাণ করে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। সেমি পাকা বাড়ীর পাশে একটি শত বৎসরের পুরাতন পুকুর রয়েছে। পুকরটি এমদাদুল হক ও তার পরিবারের সদস্যসহ এলাকার লোকজন ব্যবহার করতো।গত ১৫দিন পুর্বে থেকে শত বৎসরের পুরাতন পুকুরটি পাশ্ববর্তী পাহাড় কেটে মাটি এনে ভরাট করে ফেলেছে। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় পুকুরটি মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে।পুকরের পাড়ের কয়েকটি ফলজ গাছ কেটে ফেলা হয়েছে ।এ ব্যাপারে ডাঃ এমদাদুল হকের পুত্র এরাশাদ বলেন, এটি পুকুর নয়,এটা একটি ডোবা ছিল। ডোবাটি ভরাট করের পাকা ঘর নির্মাণ করবো।এছাড়াও পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, গৌরি শংকর হাটের পাশে কয়েকটি পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, পুকুর ও জলাশয় ভরাট করা বেআইনী। পুকুর ভরাট করার বিষয়ে অভিযোগ পেলে পুকুর ভরাটকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।