শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) এর সার্বিক সহযোগিতায় রাউজান উপজেলা স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিক এবং পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫২ টি নেবুলেইজার মেশিন, প্রতিবন্ধীদের মাঝে ৫০ টি হুইল চেয়ার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৮০ টি ফাস্ট এইড বক্স, ১৯২ জোড়া বেঞ্চ ৫০ টি হোয়াইট বোর্ড, ১৩৪ টি গ্লোব বিতরণ করা হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার রাউজান উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরে আলম দীন, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সুকুমার বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার, তসলিম উদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন প্রমুখ।