আশিক এলাহী, (রাঙ্গুনিয়া) চট্টগ্রাম:
চট্টগ্রামে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীরাও মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাস থেকে রেহাই পাচ্ছেন না।
আজ শক্রবার পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১জন সাংবাদিক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে বৃহস্পতিবারে আক্রান্ত হয়েছেন ১জন সাংবাদিক। তাদের মধ্যে রাঙ্গুনিয়ার প্রথম আলোর সাংবাদিক আফতাব হোসাইন আব্বাসও করোনায় আক্রান্ত। তিনি রাঙ্গুনিয়া উপজেলার সংবাদদাতা হিসেবে কর্মরত।
সাংবাদিক আফতাব হোসাইন এর কাছে ফোনে জানতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বিশ্বস্ত সূত্র জানায়, সাংবাদিক আফতাব হোসাইন এর সপ্তাহ খানেক ধরে করোনা উপসর্গ দেখা দেয়। আজ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
আরও বলেন, তিনি বর্তমান হুম আইসোলেশনে আছেন। এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে চিকিৎসা দিচ্ছ বলে জানান।