আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে হাজী পাড়া গ্রামে চায়ের দোকানে প্রকাশ্য দিবালোকে ইউসুফ মিস্ত্রির ছেলে বেলাল হোসেন (সুজন) হত্যার প্রতিবাদে খুনি জাশেদ এর ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী, তার আত্মীয়স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠন।
আজ শক্রবার (২৪জুলাই) বিকেলে পোমরা হাজী পাড়া এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত খুনি জাশেদ প্রকাশ্য দিবালকে গাছের বাটাম দিয়ে সুজনকে হত্যা করেছেন।
আরও বলেন, এলাকাবাসী ও তার আত্মীয়স্বজন খুনি জাশেদ এর দ্রুত ফাঁসি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
খুনের মদদ দাতা জাশেদের ফুফু শাহজানীকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে বলেন উপস্থিত বক্তারা।
রাঙ্গুনিয়া পুলিশ প্রশাসন জানান, খুনি জাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অকপটে সবকিছু স্বীকারোক্তি দিয়েছেন। খুনের মদদ দাতা শাহজানীকে আইনের আওতাভুক্ত করা হবে বলে জানান।
জোনাইদ চৌধুরীর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা জাহেদুল ইসলাম প্রধান অতিথির মাধ্যমে এই মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নিহত সুজন এর বাবা মোহাম্মদ ইউসুফ, মাস্টার মোজাহেদুল ইসলাম,ব্যবসায়ী সভাপতি আমির হামজা, মনির হোসেন,ছাত্রনেতা আলম, সাব্বির,ফরমান, সাখাওয়াত,মেহেদী, মোহসিন প্রমুখ।