রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর রামগড় উপজেলা শাখা গঠনের লক্ষে কাউন্সিল সম্পন্ন হয়েছে।
কাউন্সিলে সংগঠনটির সদস্যদের গোপন ব্যালেটের মাধ্যমে সভাপতি পদে মাওলানা এমদাদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মাওলানা হাফেজ আবদুল মালেক ও সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা কাজী মহিব্বুল্যাহ নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় মুহতামিম মাওলানা ওবাইদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা কারী ওসমান গনী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রবিউল ইসলাম শামিম, যুগ্ন সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিনসহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
কাউন্সিলের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্বওমি মাদ্রাসা সমুহের উন্নয়ন অগ্রগতি ও শিক্ষার মান এবং পারস্পরিক সৌভ্রাতৃত্ব, সহযোগিতা, সহ-মর্মিতা নিশ্চিতকরণ সহ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিবে সংগঠনটি। সু-পরিকল্পিত লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়ন ও পার্বত্য অঞ্চলের ওলামায়ে কেরামের ঐক্য প্রতিষ্ঠার একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুল হক, রামগড় কোর্ট মসজিদের প্রধান খতিব মাওলানা আখতার হোসেন জিহাদী সহ প্রমুখ।
৩ বছর মেয়াদী উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা শরিয়ত উল্যাহ, মাওলানা এমদাদুর রহমান মামুন, মাওলানা সানা উল্যাহ, যুগ্ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর, সহ-সাধারন সম্পাদক মাওলানা হাফেজ ইউছুপ, অর্থ সম্পাদক মাওলানা সালেম জান, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, প্রচার সম্পাদক মাওলানা আবদুল হান্নান মনসুর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিব্বুল্লাহ চৌধুরী, মাওলানা আরিফুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সোলাইমান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মহিব্বুল্লাহ সহ ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।