1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুগীর কাছে ডাক্তার’ স্লোগানে চিকৎসা ক্যাম্পের আয়োজন জাহাঙ্গীর আলমের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

রুগীর কাছে ডাক্তার’ স্লোগানে চিকৎসা ক্যাম্পের আয়োজন জাহাঙ্গীর আলমের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২০২ বার

কে এম ইউসুফ : হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডএ আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ও মেখল মানবিক আইসোলেশন সেন্টার এর পক্ষ হতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুজাফফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নিয়া মাদরাসায় অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা পায়।

চিকিৎসা প্রদান করেন- ডাক্তার ইমরুল কায়েস, ডাক্তার জান্নাতি তাবাসসুম সাইমা। স্বাস্থ্য সহকারী মো. সেলিম রেজা এবং আলীয়া চিকিৎসকদের সহকারী হিসেবে ছিলেন।

ডাক্তারের কাছে রুগী নয়-রুগীর কাছে ডাক্তার’ স্লোগানে ভিন্ন মাত্রায় স্বাস্থ্য সেবার এই ভিন্ন আয়োজন করে চলেছেন মেখল মানবিক আইসোলেশন সেন্টার’র উদ্যোক্তা ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শহুরে লোকজনই চিকিৎসা পেতে বেগ পেতে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। এমন কঠিন সংকটময় পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব এলাকার কৃতি সন্তান মো. আব্দুল করিম সহ বিদেশে অবস্থানরত মেখল প্রবাসী এবং ইউনিয়নের সর্বস্থরের মানুষের প্রচেষ্টা ও সহায়তায় মেখল আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করে নিয়মিত চিকৎসা প্রদানের পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে ডাক্তারদের নিয়ে গিয়ে ওষুধ পথ্যসহ এলাকার সব ধরনের রুগীদের জন্য সেবা নিয়ে যাচ্ছেন উদ্যোক্তা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন- ডাক্তারের কাছে রুগী নয়-রুগীর কাছে ডাক্তার’ যাবেন। চিকিৎসার অভাবে মারা গেছেন এলাকার কোনো লোক’ এমন যাতে না হয় আমাদের এলাকায়’ এটাই আমার কাম্য’ তিনি এই মানবিক কাজে স্বাতস্ফুর্তভাবে পাশে থাকার জন্য সকলের শোকরিয়া আদায় করেন।

এই কঠিন মানবিক কাজে একদল চিকিৎসকের বাইরেও তাঁকে সহায়তা করছেন স্বোচ্ছাসেবী টিম। যাতে রয়েছেন- মেখল মানবিক আইসোলেশন সেন্টার’ টিমের মোরশেদুল আলম, ওয়াহিদ, জিয়াউদ্দীন বাবলু, আরমান, ইফতেখার, রাকিব, পারভেজ, মুন্না ও তাহের প্রমূখ।

আজকের ক্যাম্পে স্বেচ্ছাসেবক ছিলেন- আবদুল মালেক, আবু সাঈদ, সালমান সাঈদ, কাউছার, ইসমাইল, সাজেদ, সাইফুল।

মেখল মানবিক আইসোলেশন সেন্টার’ থেকে ইউনিয়ন এবং উপজেলার বিভিন্নস্থানে মিলে ৭শো রোগী চিকিৎসা সেবা পেয়েছে। ১ শো রোগী অক্সিজেন সেবা এবং ২ শতাধিক রোগী বিনামূল্যে ওষুধ-পথ্য পেয়েছে।

উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম অতিথি হিসেবে থেকে আজকের এই ক্যাম্প উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- কাইয়ুম মেম্বার, প্রাক্তণ ইউপি সদস্য মো. বেদার, হাফেজ আবদুর রহিম, আজিজুল হক, ডা. মারুফ মান্নান সিকদার, মহসিন সওদাগর, এনাম কম্পানি।

আরো ছিলেন- প্রাক্তন ছাত্রলীগ নেতা জাহেদ, রুমান চৌধুরী, মাসুদুর রহমান মনা, মাহবুবুল হক, জামাল উদ্দীন, ইউচুপ মন্নান ও শাহেদ আলী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net