মোঃ জুয়েল রানা, তিতাসঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা তিতাসে প্রতিষ্ঠিত রক্তদানকারী স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘লাইফ সেভিং ব্লাডকেয়ার কমিউনিটি’ এর পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী সহ তিতাসবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সজীব সরকার।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, করোনা মহামারিতে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে ভয় ও আতঙ্ক। করোনার এ ভয় এবং আতঙ্ক কাটিয়ে সারা বিশ্বের প্রতিটি ঘরে যেন শান্তি প্রবাহিত হয় সে প্রত্যাশাই রইলো পবিত্র এ দিনে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ পালন করবেন এ প্রত্যাশা রইলো। পাশাপাশি ‘লাইফ সেভিং ব্লাডকেয়ার কমিউনিটি সংগঠনটির জন্য দোয়া করবেন। যেনো আমরা সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।
তিনি আরো বলেন, ঈদুল আযহা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।